International

6 hours ago

PM Modi in Japan: জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বুলেট ট্রেনে সফর মোদীর

PM Modi travels in a bullet train with his Japanese counterpart
PM Modi travels in a bullet train with his Japanese counterpart

 

টোকিও, ৩০ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন জাপানে রয়েছেন। শনিবার মোদী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে যাত্রা করেছেন। শনিবার সকালে এক্সে সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করে জাপানের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেনডাইতে।’ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আরও জানান, "জানালা থেকে নতুন আলফা-এক্স ট্রেনের পর্যবেক্ষণ।" জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আরও একটি টুইট লেখেন, "জেআর ইস্টে বর্তমানে প্রশিক্ষণরত ভারতীয় ট্রেন চালকদের শুভেচ্ছা।"

You might also like!