International

1 year ago

Pakistan:পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতন : খ্রিস্টানদের উপর হামলায় ভাঙল ৮৭টি বাড়ি, পুড়িয়ে দেওয়া হয়েছে ১৯টি চার্চ

Minority persecution in Pakistan
Minority persecution in Pakistan

 

ইসলামাবাদ  : পাকিস্তানে অব্যহত সংখ্যালঘু নির্যাতন । ফের সামনে এল খ্রিস্টানদের উপরে অত্যাচারের বিষয়টি। পাঞ্জাব প্রদেশের জারানওয়ালায়ে উন্মত্ত জনতার হামলায় ভাঙা পড়েছে ৮৭টি বাড়ি। আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত ১৯টি চার্চ। এই অবস্থায় শয়ে শয়ে খ্রিস্টান পাক নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন।

জানা গিয়েছে, গত বুধবার উন্মত্ত জনতা পাঞ্জাব প্রদেশের জারানওয়ালায় চড়াও হয় সংখ্যালঘু খ্রিস্টানদের উপরে। হামলায় ভাঙা পড়েছে ৮৭টি বাড়ি। তাঁদের জিনিসপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে ১৯টি চার্চ । এই অবস্থায় শয়ে শয়ে খ্রিস্টান পাক নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, এক মুসলিম ধর্মগুরু মসজিদের লাউডস্পিকারে খ্রিস্টানদের বাড়ি ভাঙার উসকানি দেন। আর তাতে খেপে ওঠে জনতা। এই পরিস্থিতিতে পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনওয়ার এফপিকে জানিয়েছেন, ”যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক। এই ধরনের হিংসাকে বরদাস্ত করা হবে না।’

গতকাল, শুক্রবারই পাঞ্জাব প্রদেশের ৩ হাজার ২০০টি চার্চে পুলিশ প্রহরা রাখা হয়েছে। যেনতেন প্রকারেণ এই নির্যাতন রুখতে প্রশাসন যে মরিয়া তা জানানো হয়েছে। পাক সরকার ও ধর্মীয় নেতারা সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

You might also like!