International

2 days ago

Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া

Former Bangladesh prime minister Khaleda Zia
Former Bangladesh prime minister Khaleda Zia

 

ঢাকা, ১২ ডিসেম্বর : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বৃহস্পতিবার রাতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে নভেম্বরের ২৩ তারিখ থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা। চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্বাসকষ্ট বেড়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণও কমে গিয়েছে। সেই কারণেই তাঁকে জরুরি ভিত্তিতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে।

গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বেশ কিছু জটিলতা ধরা পড়ে। এর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি। এই কারণে প্রথমে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়। অবস্থা উন্নতি না হওয়ায় ফুসফুস-সহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাঁকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে।

You might also like!