International

1 year ago

Earthquake In japan :জাপান কেঁপে উঠল জোরালো তীব্রতার ভূমিকম্পে, সুনামি সতর্কতা প্রত্যাহার

Earthquake In japan
Earthquake In japan

 

টোকিও, ৫ অক্টোবর : জাপান কেঁপে উঠল শক্তিশালী তীব্রতার ভূমিকম্পে। বৃহস্পতিবার জাপানে, প্রশান্ত মহাসাগরীয় নিকটবর্তী অঞ্চলে ৬.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, কিন্তু দুই ঘন্টা পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে একাধিক ভূমিকম্প অনুভূত হয়। সবচেয়ে শক্তিশালী তীব্রতা ছিল ৬.১, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ছিল উপকেন্দ্র। রাজধানী টোকিতে কম্পন টের পাওয়া যায়নি। হাচিজো দ্বীপের ইয়ানেতে প্রায় ৩০ সেন্টিমিটার (১ ফুট) উচ্চতার ছোট সুনামি দেখা গিয়েছে।

You might also like!