International

1 year ago

Nawaz Sharif:"ভারত চাঁদে পৌঁছে গেল; আর পাকিস্তান ভিক্ষা করছে", আক্ষেপের সুর শরিফের কণ্ঠে

Nawaz Sharif
Nawaz Sharif

 

লাহোর, ২০ সেপ্টেম্বর : ‘‘ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করেছে, আর আমার দেশ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বে ঘুরছে!’’ এমনই আক্ষেপের সুর শোনা গিয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) নেতা নওয়াজ শরিফের কণ্ঠে। লন্ডনে স্বেচ্ছানির্বাসিত শরিফ মঙ্গলবার লাহোরে আয়োজিত দলীয় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন। নিজের বক্তৃতায় শরীফ বলেন, ‘‘ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, আর আমার দেশ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বে ঘুরছে!’’

পাক সেনার আধিকারিক এবং বিচারপতিদের একাংশকে মূল্যবৃদ্ধি এবং আর্থিক পতনের জন্য দায়ী করেন শরিফ। তিনি বলেন, ‘‘অটলবিহারী বাজপেয়ীর জমানায় ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ছিল ১০০ কোটি ডলার (প্রায় ৮,৩২৭ কোটি টাকা)। আজ তা প্রায় ৬০০ কোটি ডলারে (প্রায় ৫০ হাজার কোটি টাকা) পৌঁছেছে। আমাদের দেশ ভিক্ষার ঝুলি নিয়ে এক দেশ থেকে আর এক দেশ ঘুরছে। আর তখন ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, বিশ্বনেতাদের জি-২০ সম্মেলনে আপ্যায়ন করছে।" শরিফের প্রশ্ন, "পাকিস্তান কেন এই সাফল্য অর্জন করতে পারল না?"

You might also like!