International

1 month ago

Narendra Modi :ভারত ও গায়ানার সম্পর্ক সাংস্কৃতিক ঐতিহ্য ও পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তিশীল : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

জর্জটাউন, ২১ নভেম্বর : গায়ানার সর্বোচ্চ জাতীয় পুরস্কার 'দ্য অর্ডার অফ এক্সিলেন্স'-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ এক্সিলেন্স প্রদান করেছেন। বৃহস্পতিবার বিশেষ এই সম্মান পাওয়ার পর গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমাকে গায়ানার সর্বোচ্চ পুরস্কার প্রদান করার জন্য, আমি আমার বন্ধু রাষ্ট্রপতি ইরফান আলির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মান শুধু আমার নয়, ১.৪ বিলিয়ন ভারতীয়দেরও। এটি আমাদের সম্পর্কের প্রতি আমাদের অঙ্গীকারের জীবন্ত উদাহরণ, যা আমাদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। ভারত ও গায়ানার সম্পর্ক আমাদের ভাগ করা ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গভীর পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তিশীল।"

You might also like!