International

3 weeks ago

President of Ukraine Volodymyr Zelensky: আংশিক ইউক্রেনের জন্য ন্যাটোর সদস্যপদ ‘শুধু যুদ্ধের উত্তেজনা সমাপ্তির’ চেষ্টা হবে

President of Ukraine Volodymyr Zelensky
President of Ukraine Volodymyr Zelensky

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন, শুধু কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের জন্য যদি ন্যাটোর সদস্যপদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়, তবে সেটি শুধু যুদ্ধের ‘উত্তেজনাকর অধ্যায়ের’ সমাপ্তি টানার চেষ্টা হবে।  এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন।

সাক্ষাৎকারে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়েছিল, ইউক্রেনের যে অংশটুকু কিয়েভের নিয়ন্ত্রণে আছে, যদি সেটুকু বিবেচনায় নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের প্রস্তাব দেওয়া হয়, তবে তিনি তা গ্রহণ করবেন কি না। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি সদস্যপদ গ্রহণ করবেন। তবে সে প্রস্তাব পুরো ইউক্রেনের জন্য হতে হবে। সেটি হতে হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের যে সীমান্ত রয়েছে, তার পুরোটা মিলে।ন্যাটোর সদস্যপদ পাওয়ার পর ইউক্রেন রাশিয়ার দখল করে নেওয়া তার অঞ্চল ফিরে পেতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেবে বলেও জানান জেলেনস্কি। তবে এসব পরামর্শ একেবারেই তাত্ত্বিক পর্যায়ের। এখনো কেউ এমন কোনো প্রস্তাব দেয়নি বলে উল্লেখ করেন তিনি। ন্যাটো কখনো এ ধরনের পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করবে কি না, তা নিয়েও তাঁর সংশয় রয়েছে।

ন্যাটোকে পুরো ইউক্রেনের জন্য সদস্যপদের প্রস্তাব করতে হবে বলেও মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট। বলেন, ‘আপনি একটি দেশের শুধু এক অংশের জন্য আমন্ত্রণপত্র দিতে পারেন না। কারণ, এভাবে আপনি শুধু কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডকে ইউক্রেন বলে স্বীকৃতি দেবেন এবং বাকি অংশ রাশিয়া হয়ে যাবে।’রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে অনেকেই যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছেন। কিন্তু রাশিয়াকে পুনরায় আক্রমণ করা থেকে কীভাবে প্রতিহত করা যায়, সে বিষয়ে কোনো ব্যবস্থার কথা কেউ বলছেন না। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি শুধু আরও বিপজ্জনক হয়ে উঠবে বলেও মনে করেন জেলেনস্কি। তিনি বলেন, শুধু ন্যাটোর সদস্যপদ এ ধরনের নিশ্চয়তা দিতে পারে।


You might also like!