International

7 months ago

Imran Khan: পাকিস্তানে সরকার গড়বে কে?জোর সরকার গড়ার ঘোষণা ইমরানের

Imran Khan
Imran Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক সপ্তাহের বেশি হয়ে গেল পাকিস্তানে নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এখনও স্পষ্ট নয়, কে প্রধানমন্ত্রী হবেন এবং কবে দায়িত্ব নেবে নতুন সরকার। কোন কোন দল সরকারের শরিক হবে, স্পষ্ট নয় তাও। নওয়াজ শরিফের দল, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) এবং‌ বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (PPP) জোট সরকার করতে সম্মত হয়েছিল। শেহবাজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ভাগ করে নেবে বলে শোনা গিয়েছিল। কিন্তু, হঠাৎই উল্টো সুর শোনা গেল ভুট্টোর গলায়। তিনি প্রধানমন্ত্রী হতে চান না বলে সাফ জানিয়ে দিলেন। অন্যদিকে, সরকার গঠন করতে অন্য দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে ইমরান খানের দল (PTI)। ফলে পাকিস্তানে সরকার গঠন নিয়ে নতুন করে সংশয় তৈরি হল।

পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনও দলই সরকার গঠন করার মতো আসন পায়নি। পাকিস্তানের তিনটি প্রধান দল- PML-N, PPP এবং PTI এককভাবে সরকার গড়তে পারবে না। কোনও দলের সঙ্গে জোট গড়তে হবে। PML-N এবং PPP যখন জোট বাঁধার কথা ঘোষণা করেছে, তখনই PTI -এর পাল্টা দাবি, তাদের সরকার গড়ার মতো আসন রয়েছে। যদিও পিটিআইয়ের প্রার্থীরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলে সরকার গঠন করা সহজ নয়। এর মধ্যে হঠাৎ করেই বিলাওয়াল ভু্ট্টো জানিয়ে দিলেন, তিনি শর্তসাপেক্ষে প্রধানমন্ত্রী হতে চান না। নির্বাচনে জয়ী হয়ে এলেই তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন বলে জানিয়েছেন। ভুট্টোর এই মন্তব্যে PML-N এবং PPP -এর জোট সরকার গড়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই আবহেই সোমবার অন্য দলের সঙ্গে জোট করার কথা ঘোষণা করল ইমরান খানের দল পিটিআই। যা পাকিস্তানের বর্তমান রাজনৈতিক আবহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

পিটিআই দলের প্রার্থীরা নির্দল হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেজন্য ইমরানের দল সরকার গড়তে পারছে না। সেই সমস্যা দূর করতেই এবার পাকিস্তানের রেজিস্টার্ড রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (SIC) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দলের সঙ্গে জোট করে সরকার গড়ার কথা ঘোষণা করে পিটিআই চেয়ারম্যান গোহর আলি খান সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, আমাদের প্রাদেশিক ও জাতীয় পরিষদের প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন।”

 ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট (৯৩টি) পেয়েছে। নওয়াজ়ের দল পিএমএল-এন পেয়েছে ৭৫টি এবং বিলাবলের পিপিপি পেয়েছে ৫৩টি আসন।


You might also like!