International

1 year ago

Tropical Storm Idalia:ফ্লোরিডা ও জর্জিয়ায় ঘূর্ণিঝড় ইডালিয়ার আঘাত, দুজনের মৃত্যু

Hurricane Idalia hits Florida and Georgia, two dead
Hurricane Idalia hits Florida and Georgia, two dead

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পর স্থানীয় সময় গত বুধবার বিকেলে জর্জিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে জর্জিয়া। এতে সেখানে একটানা বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় হড়পার আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কিছু এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

জর্জিয়ার দক্ষিণাঞ্চলে উদ্ধারকারীরা পানিবন্দী মানুষদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। ওই অঞ্চলে ধারণ করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, সমুদ্রের পানিতে সড়ক তলিয়ে গেছে। সমুদ্রর তীরবর্তী এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ফ্লোরিডার উপকূলীয় শহর সেন্ট পিটার্সবার্গের কর্তৃপক্ষ বলেছে, বন্যার পানিতে আটকে থাকা ৭৫ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

জর্জিয়ার টালাহাসি থেকে প্রায় ৮০ মাইল উত্তর-পূর্বে ভালডোস্টায় নৌকায় করে উদ্ধারকারীরা পানিবন্দী মানুষদের কাছে পৌঁছাচ্ছেন। তাঁদের উদ্ধার করছেন। শহরটির কর্তৃপক্ষের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় ইডালিয়ার কারণে ফ্লোরিডার উপকূলে ১৬ ফুট পর্যন্ত বন্যা হতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল। গভর্নর রন ডিস্যান্টিস এক সংবাদ সম্মেলনে বলেন, বুধবার দুপুরের দিকে ঘূর্ণিঝড় ইডালিয়ার মূল অংশটি ফ্লোরিডা ছেড়ে গেছে। তবে অঙ্গরাজ্যের কিছু এলাকায়, বিশেষ করে উত্তরের এলাকাগুলোতে এখনো ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র আভাস দিয়েছে, ফ্লোরিডার উপসাগরীয় উপকূল, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া এবং সাউথ ও নর্থ ক্যারোলাইনার পূর্বাঞ্চলীয় অংশে বৃহস্পতিবার ১০ থেকে ২০ সেন্টিমিটার বা ৪ থেকে ৮ ইঞ্চি পরিমাণ বৃষ্টি হতে পারে। আর দুর্গম এলাকাগুলোতে এক ফুট পর্যন্ত বৃষ্টি হতে পারে।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রল কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় সময় বুধবার সকালে বৃষ্টিজনিত আলাদা ঘটনায় গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিস বলেন, ঘূর্ণিঝড়ের কারণে প্রাণহানির খবর তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে ‘নিশ্চিত’ হতে পারেননি।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় পরিবহনমন্ত্রী জ্যারেড পারডিউ এক সংবাদ সম্মেলনে বলেন, হারনান্ডো ও টেইলর কাউন্টিতে ন্যাশনাল গার্ডের সদস্যরা পানিতে আটকে পড়া গাড়ি থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

জ্যারেড পারডিউ আরও বলেন, বুধবার উত্তরাঞ্চলীয় ফ্লোরিডায় প্রায় ১ হাজার সেতু পরিদর্শন করা হবে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর নতুন করে খুলে দেওয়া হবে।

গত সাত বছরে ফ্লোরিডায় আঘাত হানা চতুর্থ শক্তিশালী ঝড় ইডালিয়া।

You might also like!