International

9 months ago

Aircraft Detained In France To Fly: মানবপাচার সন্দেহে আটক বিমানকে উড়ে যাওয়ার অনুমতি দিল ফ্রান্স

Aircraft Detained In France To Fly (Symbolic Picture)
Aircraft Detained In France To Fly (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন আগে নিকারাগুয়াগামী একটি বিমানকে মানব পাচার সন্দেহে আটক করেছিল ফ্রান্স। তিন দিন আটকে রাখার পর যাত্রীসহ বিমাটিকে উড়ে যাওয়ার অনুমতি দিল ফরাসি প্রশাসন। ফ্রান্স ছেড়ে বিমানটি কোথায় যাবে, তা কিন্তু স্পষ্ট নয়। নিকারগুয়াগামী বিমানটিকে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরের আটক করা হয়েছিল।

বিমানে মোট ৩০৩ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক। যাত্রীরা সকলেই ভারতীয়। পাচারের উদ্দেশ্যে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। দুবাই থেকে রওনা দেবার পর জ্বালানির নেওয়ার জন্য ভ্যাট্রি বিমানবন্দের অবতরণ করেছিল বিমানটি। সন্দেহ হওয়ায়, আটক করা হয়েছিল। সেই সঙ্গে পাচারের সঙ্গে জড়িত সন্দেহ গ্রেফতার করা হয়েছিল ২ জনকে।

বিমানটি আটকের পর শুরু হয় তদন্ত। সেই সঙ্গে ধৃতদের পাশাপাশি বিমানের যাত্রীদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২ দিন ধরে জিজ্ঞাসাবাদের পর রবিবার বিমানটিকে ফ্রান্স থেকে উড়ে যাওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে। তবে, বিমানটি ফ্রান্স থেকে কোথায় যাবে, তা কিন্তু জানানো হয়নি।

ফ্রান্স থেকে রওনা হওয়ার পর বিমানটি কোথায় যাবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যাত্রী সমেত ভারতে ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। কিংবা দুবাইতে ফিরে যেতে পারে বলেও খবর। যেতে পারে নিকারাগুয়াতে। তবে, ফরাসী বার অ্যাসোসিয়েশনের প্রধান ফ্রাঁসোয়া প্রকিউর জানিয়েছেন, যাত্রী সমেত ভারতে ফিরে যাবে বিমানটি। এ ব্যাপারে ফ্রান্সের ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকে ভারতে ফিরে আসার খবর নিশ্চিত করা হয়নি।

জানা গিয়েছে, বিমানের ভারতীয় যাত্রীরা সংযুক্ত আরব আমিরশাহিতে কর্মরত ছিলেন। কাজের জন্য তাদের নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছিল বলে এর আগে দাবি করেছিলেন এক ফরাসি আইনজীবী। যাত্রীদের কাছে বৈধ পাসপোর্ট ছিল বলেও দাবি করা হয়। সোমবারই বিমানটি ফ্রান্স ছেড়ে অন্যত্র উড়ে যাবে। সেই সঙ্গে অবসান হল গত ৩ দিনের টানটান উত্তেজনার।

You might also like!