International

4 months ago

Bangladesh:বাংলাদেশে সংঘর্ষ ও হিংসায় মৃত্যু বেড়ে ৯৩, লং মার্চের দিন পরিবর্তন

Death toll in Bangladesh clashes and violence rises to 93, day of long march changed
Death toll in Bangladesh clashes and violence rises to 93, day of long march changed

 

ঢাকা, ৫ আগস্ট : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’-কে ঘিরে সমগ্র বাংলাদেশে সংঘর্ষ ও হিংসায় অন্তত ৯৩ জনের মৃত্যু হয়েছে। নিহত ৯৩ জনের মধ্যে ১৪ পুলিশ কর্মীও রয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাংলাদেশে আবারও ফিরেছে কারফিউ, মোবাইল ইন্টেরনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’-কে ঘিরে রবিবার অশান্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজধানী ঢাকা ছাড়াও, পাবনা, মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর, বরিশাল, মাগুরা, সিরাজগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, কুমিল্লা, সিলেট ও হবিগঞ্জ। অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। সোমবার দেশের নানা ভয়ের পরিস্থিতি রয়েছে।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর তরফে প্রথমে লং মার্চের দিন নির্ধারণ করা হয়েছিল মঙ্গলবার। রবিবার দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মৃত্যুর পর কর্মসূচির দিন বদল করা হয়েছে। এক দিন এগিয়ে আনা হয়েছে ‘ঢাকা চলো’। অর্থাৎ সোমবার বাংলাদেশে আন্দোলনকারী সংগঠন লং মার্চের ডাক দিয়েছে।

You might also like!