International

7 months ago

US on Indian Deaths:ভারতীয়দের উপর পর পর হামলা নিয়ে অবশেষে মুখ খুলল বাইডেন! দিল্লির চাপে সাফাই?

US President Joe Biden
US President Joe Biden

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত কয়েক সপ্তাহে আমেরিকায় ভারতীয় অথবা ভারতীয় বংশোদ্ভূতদের উপর হামলার ঘটনা বেড়ে গিয়েছে। দেড় মাসে মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। এই পরিস্থিতিতে দেশে ভারতীয়দের উপর হামলা প্রসঙ্গে মুখ খুলল আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তরফে এই ধরনের হামলার নিন্দা করা হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পর্ষদের আধিকারিক জন কিরবি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, কোনও হিংসাকেই আমেরিকা সমর্থন করে না।

বারবার কেন মার্কিন মুলুকে হামলার মুখে পড়ছেন ভারতীয় পড়ুয়ারা? মাত্র এক মাসে চার পড়ুয়ার মৃত্যুতে প্রশ্ন উঠেছে সেদেশে। স্বভাবতই আঙুল উঠেছে প্রশাসনের দিকেও। বিতর্কের আবহেই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন হোয়াইট হাউসের অন্যতম শীর্ষ আধিকারিক জন কিরবি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “জাতি বা ধর্মের ভিত্তিতে হিংসার কোনও যুক্তি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে এসব বরদাস্ত করা হবে না। প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করে চলেছেন। কোনও রকম হিংসা রুখতে চেষ্টা করছি। যারা এই হিংসা ছড়ানোর চেষ্টা করছে, তাদেরকেও বার্তা দিচ্ছে মার্কিন প্রশাসন। যারা হিংসা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত এক মাসের মধ্যে চার ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উদ্ধার হয় দুই পড়ুয়ার দেহ। তার আগেও এক ভারতীয় পড়ুয়াকে মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করে ভবঘুরে ব্যক্তি। তবে লাগাতার হামলার পরেও আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বলেছিলেন, ভারতীয়রা নির্দ্বিধায় সেদেশে পড়াশোনা করতে পারেন। তার পরেই ভারতীয় পড়ুয়াদের নিয়ে আলাদা করে বার্তা দিল মার্কিন প্রশাসন।

আমেরিকায় প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বারবার চাপ দিয়েছে দিল্লি। এহেন পরিস্থিতিতে ‘বন্ধু’ ভারতকে একেবারেই চটাতে রাজি নয় আমেরিকা। কারণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনকে রুখে দিতে ভারতকেই ঢাল করবে তারা। সবমিলিয়ে ভারতকে ‘খুশি’ রাখতেই হোয়াইট হাউসের এই বার্তা, মনে করছে ওয়াকিবহাল মহল।

You might also like!