International

3 months ago

Bangladesh:জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার

Bangladesh Power and Energy Advisor meeting with Japanese Ambassador
Bangladesh Power and Energy Advisor meeting with Japanese Ambassador

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঢাকায় তাঁর মন্ত্রকে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক করেছেন মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জাপানের প্রতিনিধি দলকে উষ্ণ স্বাগত জানান। তিনি জরুরিভিত্তিতে মেট্রো রেলের মিরপুর ১০ এবং কাজিপাড়া স্টেশন সংস্কার করে দ্রুত চালুর ব্যাপারে জাপানের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।

বৈঠকে তাঁদের মধ্যে ইন্টিগ্রেটেড এনার্জি, মাস্টার্স প্ল্যান রিভিউ এবং এলএমজি-র ল্যান্ড টার্মিনাল স্থাপনের ব্যাপারেও কথা হয়েছে। মুহাম্মদ ফাওজুল কবির খান জাপানের কাছে বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বৈদেশিক মূল্য পরিশোধের দায় মেটানোর প্রেক্ষিতে বাজেট সহযোগিতার অনুরোধ জানান।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সাথে এ প্রসঙ্গে তাঁর কথা হয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে কাজও শুরু হয়ে গেছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি রাষ্ট্রদূত সমবেদনা জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিষেবা, সড়ক, মহাসড়ক, সেতু এবং রেলওয়ে খাতে ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহম্মদ এহসানুল হক এবং বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

You might also like!