International

1 year ago

Bangladesh:বাংলাদেশ : সমালোচনার মুখে অবশেষে গ্রেফতার চারণকবি রাধাপদর হামলাকারী

Bangladesh: Charankabi Radhapadar attacker finally arrested in face of criticism
Bangladesh: Charankabi Radhapadar attacker finally arrested in face of criticism

 

ঢাকা, ৫ অক্টোবর : দেশজুড়ে সমালোচনার মুখে গ্রেফতার উত্তর জনপদ জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জনপ্রিয় চারণকবি রাধাপদ সরকারের ওপর হামলা কাণ্ডে প্রধান অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। রফিকুল নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মহম্মদ আলীর ছেলে। বুধবার কুড়িগ্রাম পৌর শহরের শেখ রাসেল অডিটোরিয়াম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, চারণকবি রাধাপদ সরকারের উপর হামলা ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে আরও ৩১ জন লেখক বিবৃতি দিয়েছেন। রাধাপদর উপর হামলা কাণ্ডে তাঁর ছেলে যুগল সরকার বাদী হয়ে গত ১ অক্টোবর দুজনকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। অপর আসামি কদুর আলিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

রাধাপদর উপর হামলার আসামি রফিকুল ইসলামকে গ্রেফতারের পর কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মহম্মদ মাহফুজুল ইসলাম জানান, মাছ ধরাকে কেন্দ্র করে ও পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা। গত ৩০ সেপ্টেম্বর পাওনা টাকাকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জেরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের নদীতে মাছ ধরতে গেলে কবি রাধাপদর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে দুই ভাই রফিকুল ও কদুর আলি। পরে স্থানীয়রা কবিকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। চারণকবিকে মারধরের ঘটনায় বাংলাদেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করেছেন- আনোয়ারা সৈয়দ হক, জাকির তালুকদার, হাফিজ রশিদ খান, শাহনাজ মুন্নি, আলফ্রেড খোকন, আহমাদ মোস্তফা কামাল, টোকন ঠাকুর, রাজিব নূর, চঞ্চল আশরাফ, শোয়াইব জিবরান, শামিম রেজা, রুমা মোদক, কবির হুমায়ূন, ওবায়েদ আকাশ, মোস্তাক আহমাদ দিন, শাহেদ কায়েস, শিবলি মোকতাদির, রেজা ঘটক, খোকন মাহমুদ, হেনরি স্বপন, সাইমন জাকারিয়া, স্বকৃত নোমান, মোজাফফর হোসেন, সুমন কুমার দাশ, মনিরুজ্জামান মিন্টু, স্নিগ্ধা বাউল, অরবিন্দ চক্রবর্তী, রবিন আহসান, পলিয়ার ওয়াহিদ, শরাফত হোসেন ও হামিম কামাল।

বিবৃতিতে বলা হয়েছে, আসামিরা গান-বাজনা-সহ সংস্কৃতির বিরোধিতা করে। কিছুদিন আগেও দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পী ও নাট্যকর্মীর ওপর হামলা, বাউলের বাদ্যযন্ত্র ও পাণ্ডুলিপিতে আগুন ধরিয়ে দেওয়ার মতো কাণ্ড ঘটেছে। এই ধরণের হামলা আমাদের বাঙালি সংস্কৃতির ওপর হামলা। দুঃখজনক হচ্ছে এর কোনও একটি ঘটনারও কোনো সুষ্ঠু তদন্ত হয়নি, বিচার হয়নি। আমাদের বাউল-লোকায়ত সংস্কৃতির ওপর এই ধরণের হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমরা চারণকবি রাধাপদ সরকারের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

You might also like!