International

11 months ago

Earthquake in the Philippines:ফের ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা, কম্পনের মাত্রা ৫.২

Earthquake in the Philippines
Earthquake in the Philippines

 

ম্যানিলা : ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায়  ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। স্থানীয় কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেনি। তবে আফটারশক সম্পর্কে সতর্ক করেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের ফলে লোকজন বাড়ি ঘর ছেড়ে ভয়ে বাইরে বেরিয়ে আসে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ম্যানিলায় শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ম্যানিলার উত্তরে ৫২৪ কিলোমিটার।

You might also like!