International

11 months ago

America bans UAE, Turkey companies: তুরস্ক, চিন ও ইউএই কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আমেরিকার

America bans UAE, Turkey companies (Symbolic Picture)
America bans UAE, Turkey companies (Symbolic Picture)

 

ওয়াশিংটন, ৩ নভেম্বর : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সহায়তা বন্ধ করতে বৃহস্পতিবার তুরস্ক, চিন এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ১৩০টি কোম্পানি ও মানুষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস বলেছে যে তুর্কি নাগরিক বার্ক তুর্কেন এবং তার কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বার্কের বিরুদ্ধে রুশ গোয়েন্দাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া চিন ও সংযুক্ত আরব আমিরাতের অনেক কোম্পানির বিরুদ্ধে বিমান চলাচলের যন্ত্রপাতি ও মেশিন ইত্যাদি পাঠানোর অভিযোগ রয়েছে। তাই তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

You might also like!