International

1 year ago

Fire in Johannesburg : জোহানেসবার্গে ভয়াবহ অগ্নিকান্ড প্রান কাড়ল ৬৩ জনের

Firefighters tackle a multi-storey fire in Johannesburg (Collected)
Firefighters tackle a multi-storey fire in Johannesburg (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর জোহানেসবার্গে ভয়াবহ অগ্নিকান্ডের জেরে প্রান হারালেন প্রায় ৬৩ জন সাধারন নাগরিক। গুরুতর আহত আরও ৪৩ জন। এছাড়াও অগ্নিদগ্ধ বাড়িটির ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলেই অনুমান উদ্ধারকারীদের। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। আপাতত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। যদিও ওই বহুতলে কীভাবে আগুন লাগল তার কারণ জানা যায়নি।

স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে জোহানেসবার্গের প্রাণকেন্দ্রে অবস্থিত পাঁচ তলা বাড়িটি। মূলত বাসস্থান হিসাবেই বাড়িটি ব্যবহৃত হয়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মী, বিপর্যয় মোকাবিলা কর্মীরা। তবে আগুন নেভানোর কাজ শেষ হওয়ার আগেই ৬৩ জনের মৃত্যু হয়। বহুতলের ভিতর থেকে বের করে আনা হয় তাঁদের মৃতদেহ। সেই সঙ্গে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪৩ জনকে। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। 

সূত্রের খবর, এখনও আরও বহু মানুষ আটকে রয়েছেন বহুতলের ভিতরে। আগুন নিয়ন্ত্রণে আসার ফলে প্রত্যেকটি এলাকায় খুঁজে দেখছেন তাঁরা। তবে প্রশ্ন উঠছে এই বহুতলে কী করে আগুন লাগল? যদিও এই প্রশ্নের উত্তর নেই উদ্ধারকারীদের কাছে। আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত হবে বলে জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের মতে গত কুড়ি বছরে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি জোহানেসবার্গে। সূত্রের খবর, বেআইনিভাবে অনেকেই ওই বহুতলে বসবাস করতেন দীর্ঘদিন ধরে। নানা অসামাজিক কাজও চলত। তবে ভয়াবহ আগুন লাগল কী করে তা এখনও অজানাই। 

You might also like!