International

4 months ago

Bangladesh:বাংলাদেশে জনসংযোগ মন্ত্রকে বড় রদবদল

A major reshuffle in the Ministry of Public Relations in Bangladesh
A major reshuffle in the Ministry of Public Relations in Bangladesh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৪২ জন জনসংযোগ কর্মকর্তাকে তথ্য অধিদফতরে ফিরিয়ে আনা হয়েছে। পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক আধিকারিক।

 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের আদেশ দেওয়া হয়েছে।

এদিকে, পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। এ ছাড়া ইস্তফা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর আসাবুল হক-সহ প্রক্টরিয়াল বডির সদস্যরা।

You might also like!