International

9 months ago

Earthquake in China:৬.২ তীব্রতার ভূমিকম্পে লন্ডভন্ড চিন; ভেঙে পড়ল বহু ঘর-বাড়ি, মৃত্যু ১১১ জনের

Earthquake in China
Earthquake in China

 

বেজিং, ১৯ ডিসেম্বর : মধ্যরাতের শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল চিন। ৬.২ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, ভূমিকম্পে চিনে মৃত্যু হয়েছে ১১১ জনের এবং ২০০-র বেশি মানুষ আহত হয়েছেন। চিনের সময় অনুযায়ী, সোমবার রাত ১১.৫৯ মিনিট নাগাদ কেঁপে ওঠে চিনের গানসু এবং কিংহাই প্রদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গানসু প্রদেশের রাজধানী লানঝৌ থেকে ১০০ কিলোমিটার দূরে, মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভয়াবহ এই ভূমিকম্পে অনেক বড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। গানসু এবং কিংহাই এই দুই প্রদেশ মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১১। ভূমিকম্পের পর চিনের বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং ওই দুই প্রদেশের আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজে কোনও ত্রুটি না রাখা এবং আহতদের সেবা শুশ্রূষায় নিজেদের সেরাটা দেওয়ার নির্দেশও দিয়েছেন। ভূমিকম্পের পরই আতঙ্কিত হয়ে লোক জন রাস্তায় দৌড়তে থাকেন এবং নিরাপদ আশ্রয়ের খোঁজ করেন।


You might also like!