International

3 weeks ago

Busy on Internet: বিশ্বের ৬টি দেশ ব্যস্ত ইন্টারনেটে! ভারতে কত নম্বরে জানলে চমকে উঠবেন

Busy on Internet
Busy on Internet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আট থেকে আশি, সকলেই ব্যস্ত ইন্টারনেটে। রান্নার রেসিপি হোক বা পড়ুয়াদের প্রশ্নপত্র সবই এখন এই ইন্টারনেটের দ্বারা মানুষের হাতের মুঠোয়। মনে হয়, পৃথিবীটা যেন ইন্টারনেটে বন্দি হয়ে গেছে। তাই একে অপরের সাথে কথা বলা ছেড়ে দিয়ে সকলেই তাকিয়ে আছে ইন্টারনেটের পর্দায়। তবে বিশ্বের সব দেশ নয়, এমন ৬টি দেশ আছে, যে দেশের মানুষেরা সবথেকে বেশি ব্যস্ত থাকেন নেটে।

গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। গবেষণার রিপোর্টে জানা গিয়েছে,

দক্ষিণ কোরিয়া:-এই ক্ষেত্রে শীর্ষে রয়েছে।দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার ৯৯% ইন্টারনেট ব্যবহার করে।

মালয়েশিয়া:- এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া। এখানকার জনসংখ্যার ৯৮% ইন্টারনেট ব্যবহার করে।

সিঙ্গাপুর:-তৃতীয় স্থানে রয়েছে যেখানে দেশের জনসংখ্যার ৯৪% ইন্টারনেট ব্যবহার করে।

জাপান:- চতুর্থ স্থানে রয়েছে। জাপানের ৮৮% মানুষ ইন্টারনেট ব্যবহার করে।

ইন্দোনেশিয়া:- পঞ্চম স্থান দখল করেছে। এই দেশের মোট জনসংখ্যার ৭৮ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।

ভারত:- এই তালিকায় ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। দেশের মোট জনসংখ্যার ৫৬% ইন্টারনেট ব্যবহার করে।

You might also like!