International

1 week ago

Earthquake jolts Dhaka: বাংলাদেশের রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

4.1-magnitude earthquake hits Bangladesh
4.1-magnitude earthquake hits Bangladesh

 

ঢাকা, ৪ ডিসেম্বর : বৃহস্পতিবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে, আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

গত ২১ নভেম্বর ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাঝারি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী। সেদিনের ভূমিকম্পে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এরপর থেকে বেশ কয়েকবার বাংলাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে।

You might also like!