Horoscope

9 months ago

Tulsi Puja mantra: তুলসি মন্ত্রেই হবে মুশকিল আসান! হবে সকল মনোস্কামনা পূরণ

Tushi Puja (Symbolic Picture)
Tushi Puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিন্দু ধর্মে তুলসীকে মা লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়।সে কারনে মনে করা হয় সকল আচার বিধি মেনে তার পুজো করলে সকল মনোস্কামনা পূরণ হবে। জীবনে আসবে জীবনে অপার সুখ, সমৃদ্ধি ও সাফল্য। ধর্মীয় শাস্ত্রে তুলসী পুজোর কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে। এই নিয়মগুলি মেনে চললেই তুলসী পুজোর পূর্ণ ফল পাওয়া যায়।  

স্নান না করে কখনোই তুলসীকে স্পর্শ করবেন না বা জল দেবেন না। সকালে স্নান করে কিছু না খেয়ে  শুদ্ধ কাপড় পরে তুলসীকে জল অর্পণ করা ভালো ফল দেবে। 

রবিবার ও কাদশীতে তুলসীকে জল নিবেদন করবেন না। এই দিনগুলিতে মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। 

সন্ধ্যায় তুলসীকে জল দেবেন না। বরং এই সময় একটি প্রদীপ জ্বালান। 

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, তুলসী গাছে জল নিবেদনের সময় যদি এই মন্ত্র উচ্চারন করা হয় মনে করা হয় তাতে এক হাজার গুণ বেশি ফল পাওয়া যায়। 

মন্ত্রটি হল- 

মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্যবর্ধিনী

আধি ব্যাধি হর নিত্যম, তুলসী ত্বাম নমোস্তুতে। 

You might also like!