Horoscope

8 months ago

Gemstone Astrology: কোন রাশির জাতক ধারণ করতে পারেন ওপাল?

Astrology Tips (File Picture)
Astrology Tips (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জ্যোতিষ ও রত্ন শাস্ত্র অনুযায়ী শুক্রের রত্ন ওপাল ধারণ করলে ব্যক্তির সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়, পাশাপাশি ব্যক্তিত্ব আকর্ষক হয়। তবে সকলে এই রত্ন ধারণ করতে পারেন না। কারা ওপাল পরবেন ও কী ভাবে এই রত্ন ধারণ করা উচিত, তা বিস্তারিত জেনে নিন।

ওপাল ধারণ করতে পারেন এই রাশির জাতক

বৈদিক জ্যোতিষ অনুযায়ী বৃষ ও তুলা রাশির জাতকদের জন্য ওপাল রত্ন শুভ। শুক্র এই দুই রাশির অধিপতি। তাই শুক্রের রত্ন বৃষ ও তুলা জাতকরা ধারণ করতে পারেন।

এ ছাড়াও কুম্ভ ও মকর রাশির অধিপতি শনির সঙ্গে শুক্রের বন্ধুত্ব থাকায় এই দুই রাশির জাতকদের জন্য ওপাল ধারণ করা শুভ।

অন্য দিকে কোষ্ঠীতে শুক্র উচ্চ পরিস্থিতিতে বিদ্যমান থাকলে ওপাল রত্ন ধারণ করা যায়।

ওপালের সঙ্গে ভুলেও মাণিক্য ও পোখরাজ ধারণ করবেন না।

তবে ওপাল ও নীলা এক সঙ্গে ধারণ করা যায়।

ফিল্ম, ফ্যাশন ডিজাইনিং, শিল্প ও মিডিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা এই রত্ন ধারণ করতে পারেন।

You might also like!