Breaking News

 

Horoscope

6 months ago

Horoscope Today: বৈশাখ কৃষ্ণা পঞ্চমী তিথিতে কেমন কাটবে কোন রাশির জাতক-জাতিকাদের? জানুন রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ আজ উপার্জন ঊর্ধ্বগামী হবে মেষ রাশির জাতকদের। জ্বর ও অন্য শারীরিক অসুস্থতায় ভোগান্তির যোগ রয়েছে। কর্মপ্রার্থীদের প্রচেষ্টায় সাফল্য আসবে। সকলের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা ব্যবসায় আপনাকে সুফল দেবে। ঘর-বাড়ি সংক্রান্ত আইনি সমস্যা আসতে পারে।

২) বৃষ রাশিঃ সঠিক জায়গায় লগ্নি করলে আজ সুফল পেতে পারেন। আর্থিক সমস্যার যথাযথ সমাধান করতে পারবেন। ঠান্ডা লেগে কষ্ট পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে বিরোধ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু না করাই ভালো। মায়ের চিকিৎসায় খরচ বাড়বে।

৩) মিথুন রাশিঃ আজ কাউকে ঋণ দিলে ফেরত পেতে সমস্যা হবে। আত্মীয়দের সঙ্গে বিরোধ হতে পারে। আগের অসমাপ্ত কাজ আজ সম্পূর্ণ হবে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। নতুন কোনও ব্যবসায়িক উদ্যোগ নিলে সফল হবেন। সরকারি চাকরির খবর পেতে পারেন। অপ্রিয় সত্য বলা থেকে আজ বিরত থাকুন।

৪) কর্কট রাশিঃ মাইগ্রেন বা ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। ভালো বন্ধুর থেকে উপকার পাবেন। কর্মসূত্রে অন্যত্র যেতে হতে পারে। আন্তঃরাজ্য বা বৈদেশিক বাণিজ্য লাভজনক হবে। নতুন গাড়ি কেনার যোগ আছে। আয় বাড়বে, তবে সাংসারিক খরচে লাগাম দিতে হবে। চলাফেরায় সতর্ক থাকুন, না হলে আঘাত পেতে পারেন।

৫) সিংহ রাশিঃ সিংহ রাশির জাতকদের পারিবারিক সম্পর্কে জটিলতা কাটতে পারে। পেশা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা উচিত। বয়স্ক ব্যক্তিরা হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। সামাজিক কাজে অর্থ ব্যয় হতে পারে। নিকট আত্মীয়ের অসুখের খবর পেতে পারেন।

৬) কন্যা রাশিঃ আজ ধর্মীয় কাজে কন্যা রাশির জাতকদের মন আকৃষ্ট হতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। পড়াশোনায় সাফল্য আসবে। উপকারের প্রতিদান পাবেন না। যৌথ বা অংশীদারী ব্যবসায় লাভ হবে। কর্মক্ষেত্রে গুরুদায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। ন্যায্য পাওনা পেতে দেরি হবে।

৭) তুলা রাশিঃ আজ পেশা সংক্রান্ত অনিশ্চয়তা বাড়তে পারে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। নিজের ভবিষ্যৎ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে সবকিছু বিবেচনা করুন। দম্পতিদের মধ্যে অশান্তি বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের ভুলে সমস্যায় পড়তে পারেন। অবৈধ কাজ এড়িয়ে চলুন। ব্যবসায় আয় বাড়বে।

৮) বৃশ্চিক রাশিঃ আজ ব্যবসায় বড়সড় সাফল্য আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। রক্তচাপ ও নার্ভের সমস্যায় কষ্ট পেতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আজ জয় নিশ্চিত। স্বামী-স্ত্রীর মধ্যে মধুর সখ্যতা বজায় থাকবে। বাড়িতে অতিথি আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে।

৯) ধনু রাশিঃ আজ অহেতুক চিন্তা বাড়বে ধনু রাশির জাতকদের। কর্মক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে। শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়লেও বড় অসুখের সম্ভাবনা কম । ছাত্রছাত্রীরা পড়াশোনায় বাধার মুখে পড়তে পারেন। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। চিকিৎসার কারণে খরচ বাড়বে। ব্যবসায় সাফল্য আসবে।

১০) মকর রাশিঃ আজ কোনও প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। সন্তানের উন্নতিতে গর্ববোধ করবেন। যে কোনও রকম আইনি সমস্যা থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। দালাল বা মধ্যস্থতাভোগীরা আজ আর্থিক সুবিধা পেতে পারেন। দাম্পত্য অশান্তিতে উৎকণ্ঠায় থাকবেন। আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

১১) কুম্ভ রাশিঃ যৌথ বা অংশীদারী ব্যবসা আজ লাভজনক হবে। ফাটকা, শেয়ার মার্কেট, লটারি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে। প্রতিবেশী বা সহকর্মীর থেকে অসহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে বদলি হতে পারে। আগুন বা বিদ্যুৎ থেকে বিপদের সম্ভাবনা রয়েছে।

১২) মীন রাশিঃ খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে কৌশলে কার্যসিদ্ধি হবে। সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। প্রয়োজন না হলে আজ ভ্রমণ করবেন না। পারিপার্শ্বিক ঘটনায় ভুল বুঝে বিভ্রান্ত হতে পারেন। শত্রুর কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন কাজের প্রচেষ্টায় সাফল্য আসবে।


You might also like!