Health

10 months ago

Swastha Sathi Card : স্বাস্থ্যসাথী প্রকল্পে বড়সড় বদল আনছে রাজ্যসরকার

Swasthyasathi scheme (File Picture)
Swasthyasathi scheme (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্বাস্থ্যসাথী প্রকল্পের বেনিয়ম ঠেকাতে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবায় বড় বদল আনছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত এই কার্ড ব্যবহার করে হাড়ের অস্ত্রোপচার করা যেত বেসরকারি হাসপাতালে। তবে এবার থেকে আর তা করা যাবে না। তবে পথ দুর্ঘটনায় যদি হাড়ে চোট লাগে তবে বেসরকারি হাসাপাতালে এই কার্ডের সুবিধা মিলবে। 

রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে না। হাড়ের অপারেশন করা যাবে শুধুমাত্র সরকারি হাসপাতালে। নির্দেশিকাতে আরও জানানো হয়েছে, সরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসার পরিকাঠামো না থাকলে তবেই তবেই বেসরকারি হাসপাতালে কোনও রোগীতে স্থানান্তরিত করা যাবে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে এই নির্দেশিকা ইতিমধ্যে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।  

আবার বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করাতে গেলে সরকারি হাসপাতালের চিকিৎসককে দিয়ে নির্দিষ্ট ফর্মে রেফারাল সার্টিফিকেট বানাতে হবে। তারপরই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে মিলবে বেসরকারি হাসপাতালে।এ রাজ্যে মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই নিয়ম প্রথম চালু হয়েছিল। এখন সেই মডেলই সামনে রেখে এগোতে চাইছে রাজ্য সরকার।  

You might also like!