Health

1 year ago

Benefits of Neem::::মুখের দুর্গন্ধ! এই ভেষজের গুণে হবে মুশকিল আসান

benefits of Neem
benefits of Neem

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুন্দর পোশাক সাজসজ্জা কিন্তু যদি মুখে দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে আপনি নিজেকে অন্যের সামনে স্বতঃস্ফুর্ত ভাবে মেলে ধরতে পারেন না । অনেক সময় নামীদামি প্রসাধন ব্যবহারেও দুর করতে পারছেন না মুখের বিকট গন্ধ , তবে এবার বাজার চলতি দ্রব্য ছেড়ে ভরসা করুন ভেষজ উপাদানে। 

নিমের বহুগুন, নিমের যেমন জীবাণুনাশক ক্ষমতা আছে, তেমনই এর অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের দূষিত পদার্থকে দূর করে তাকে সুস্থ-সবল রাখে। নিম পাতা বেটে লাগালে যেমন নানা অসুখ প্রতিহত হয়, তেমনই নিম পাতা খেলেও অনেক অসুখ দূরে থাকে।নিমে  বিভিন্ন অংশ ব্যবহারে আপনি মুখের দুর্গন্ধ দূর করতে পারবেন অনায়াসে। 

* নিম গাছের ডালেও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ থাকে যা আপনার মুখের সুরক্ষায় সাহায্য করে। 

*নিমের ডাল দাঁতন হিসাবে ব্যবহার এতে আপনার দাঁতের গোড়া মজবুত হবে। 

*মুখের দুর্গন্ধ দূর করতে ও নিমের ডাল দাঁতন  সাহায্য করে। 

* দাঁত থেকে হওয়া রক্তপাত কমাতে নিম বেশ কার্যকরী। 

* নিম পাতা শুকনো করে গুঁড়িয়ে নিয়ে দাঁত মাজুন এতে মুখের দুর্গন্ধ দূর হবে। 

You might also like!