Health

1 year ago

Vaccine : হাম ও রুবেলা প্রতিরোধে সর্বাত্মক টিকাকরণ শুরু বঙ্গে, চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত

Vaccine
Vaccine

 

কলকাতা, ৯ জানুয়ারি : হাম ও রুবেলা প্রতিরোধে সর্বাত্মক টিকাকরণ অভিযান শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এম আর ভ্যাকসিনেশন নামে এই কর্মসূচী চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ মাসের শিশু থেকে শুরু করে ১৫ বছর বয়স পর্যন্ত যে কেউ বিনামূল্যে এই প্রতিষেধক পেতে পারে। কলকাতায় ১০ লক্ষ এবং রাজ্যে ২ কোটি ৩৩ লক্ষ শিশুকে টিকা দেওযার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কলকাতার স্কুলগুলিতে টিকাকরণের ওপর জোর দেওয়া হয়েছে। কলকাতা পুর এলাকায় আড়াই হাজার স্কুলে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। জেলাগুলিতে সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিতে টিকা পাওয়া যাচ্ছে।

শিশু ও কিশোরদের হাম এবং রুবেলা খুবই কষ্টদায়ক অসুখ। সঠিক সময় চিকিৎসা না করাতে পারলে এই রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই টিকাকরণের মাধ্যমেই এই রোগগুলি প্রতিরোধের বিষয়টি স্থির হয়েছে। ৯ জানুয়ারি, সোমবার থেকে শুরু হওয়া টিকাকরণ চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। হাম এবং রুবেলার মতো রোগের টিকাকরণে গতি আনতে স্কুলস্তরকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতনতার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপও করেছে সরকার।


You might also like!