Health

2 years ago

কর্তব্যপথে পুষ্টি মাসের আয়োজন, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের উদ্যোগে চলবে ২ অক্টোবর অবধি

Poshan Utsav from today at Kartavyapath
Poshan Utsav from today at Kartavyapath

 

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : নতুন দিল্লির কর্তব্যপথে পঞ্চম রাষ্ট্রীয় পোষণ মাসের (পুষ্টি মাস) সমাপ্তি উদযাপন করতে পোষণ উৎসবের আয়োজন করেছে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩ দিন, ২ অক্টোবর পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচির উদ্বোধন করবেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। উদ্বোধনী অনুষ্ঠানের পর সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী শান। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে দিল্লির অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সরকারি স্কুলের পাশাপাশি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনের শিশুরাও থাকবে।

নারী ও শিশু কল্যাণ মন্ত্রক জানিয়েছে, পুষ্টি উৎসব জনগণের কাছে ব্যাপকভাবে প্রচার করার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে, সঠিক পুষ্টির গুরুত্ব সম্পর্কে বার্তা, বিশেষত অল্পবয়সী শিশু এবং মহিলাদের জন্য এবং তাঁদের বয়স-উপযুক্ত ভাল স্বাস্থ্য অনুশীলনের বিষয়ে সংবেদনশীল করবে। পুষ্টি উৎসবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পোষান প্যারেড, স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্বাস্থ্যকর খাবারের স্টল প্রভৃতি।

You might also like!