Health

2 years ago

Covid Update in India : দৈনিক-সংক্রমণ কমে ৭,৫৯১; কোভিডে মৃত্যু ৩০ জনের, ভারতে নিম্নমুখী রোগীর সংখ্যা

india reports 7591 new covid case
india reports 7591 new covid case

 

নয়াদিল্লি, ২৯ আগস্ট : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,৫৯১ জন। মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী, রবিবার সারাদিনে ভারতে মৃত্যু হয়েছে ৩০ জন করোনা রোগীর। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৮৪ হাজার ৯৩১-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৯১ জন, দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,১৫,৭২৩। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৮৪ হাজার ৯৩১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৯ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৪ লক্ষ ৭০ হাজার ৩৩০ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২,১১,৯১,০৫,৭৩৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,৭৯৯ জন (১.১৯ শতাংশ)। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৮,০২,৯৯৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬২ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯,২০৬ জন।

You might also like!