1 year ago
                            
                            
                        
                        
                        Heart Attack: কিভাবে এড়ানো যায় হার্ট অ্যাটাক? জানুন উপায়
                        
                                                    
                            
                            Heart Attack (File Picture)
                                                 
                        
                        
                            
                            দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে মানুষের জীবনযাত্রা খুবই খারাপ হয়ে গিয়েছে। সঠিক সময়ে খাবার না খাওয়া, ব্যায়াম না করা এবং বাইরের খাবার খাওয়া, এখন অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। আপাতদৃষ্টিতে এই সাধারণ বিষয়গুলি মানুষের  জীবনযাত্রা সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় এবং শরীরের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলে। নানা রোগে আক্রান্ত হয়ে পড়ে মানুষ । হার্টের সমস্যাও শুরু হয়। শীতকালে হার্টের সমস্যা সবচেয়ে বেশি হয়। শীতকালে হার্ট অ্যাটাকের পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। এই তিনটি কারণ একটু নিয়ন্ত্রণ করলে শীতে হার্ট আট্যাকের ঝুঁকি কমে । আজ সেই তিনটি অভ্যাস সম্পর্কে জানব যা শীতকালে বেড়ে যায় এবং হৃৎপিণ্ডের জন্য চরম বিপদের হতে পারে।