Health

1 year ago

Benefits Of Pumpkin : আপনি কুমড়ো খেতে পছন্দ করেন! জানেন কী কুমড়ো খেলে কী হয়

Health Benefits Of Pumpkin
Health Benefits Of Pumpkin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিরামিশ কুমড়োর ছক্কা অনেকেরই বেশ পছন্দ, আবার কেউ কেউ একেবারেই কুমড়ো খেতে পছন্দ করেন না। তবে খাদ্য রসিক অনেক বাঙালিই কুমড়োর ছক্কা হোক বা নারকেল দিয়ে নিরামিশ কুমড়োর পদই হোক খুবই পছন দ করে থাকেন। প্রতিটি খাদ্যদ্রব্যেরই কিছু না কিছু গুনাবলী থাকে, তেমন কুমড়োর বেশ কিছু গুনাবলী রয়েছে যা আপনার জীবনধারা কে পরিবর্তিত করতে পারে। 

এনসিবিআই-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, কুমড়োতে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্য সহ অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং জিঙ্কের ভালো উৎস হল কুমড়ো। 

ফ্যাট কমায় 

আপনি যদি ওবিসিটির শিকার হন তবে তা প্রতিরোধ করতে সাহায্য করে কুমড়ো। গবেষণায় দেখা গেছে যে কুমড়ার কাণ্ডে স্থূলতা প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে কাজ করে।  

দৃষ্টিশক্তি বাড়ায় 

কুমড়ো চোখের ওষুধের মতো কাজ করে। এটি কেবল আপনার দৃষ্টিশক্তিই উন্নত করে না, এটি ছানির মতো বয়সজনিত চোখের রোগেও উপকারী। 

ক্যান্সার প্রতিরোধক 

 মারন রোগ ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে কুমড়ো। ক্যান্সারের বিপজ্জনক উপসর্গগুলি এর ব্যবহারে কমানো যায়। কুমড়ায় উপস্থিত অ্যান্টি-কার্সিনোজেনিক বৈশিষ্ট্য ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয়। স্তন ও প্রোস্টেট ক্যান্সারে এটি খুবই  উপকারী। 

হার্ট ভালো রাখে

কুমড়োর মধ্যে পাওয়া অ্যান্টি-অক্সিডেন্ট  খারাপ এলডিএল কোলেস্টেরল কমাতে কাজ করে, যার ফলে হৃদরোগ থেকে দীর্ঘদিন নিজেকে সুস্থ রাখা সম্ভব। 


You might also like!