Health

10 months ago

Gurjali or Fourfinger Threadfin Fish: এই মাছে কি রয়েছে, তা একবার জানুন!

Gurjali or Fourfinger Threadfin Fish (File Picture)
Gurjali or Fourfinger Threadfin Fish (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কথায় বলে মেছো বাঙালি। অর্থাৎ খুব কম বাঙালিই আছেন যারা মাছ খেতে পছন্দ করেন না। বাঙালি বাড়িতে বাজার থেকে থলে ভর্তি করে আসে নানান রকমের মাছ। স্বাদেও যেমন আলাদা, এই প্রতিটি মাছের শরীরে থাকা উপাদানও একেবারে আলাদা আলাদা রকমের হয়। ফলে স্বাভাবিক ভাবেই এগুলি খেলে শরীরেও আলাদা আলাদা রকমের প্রভাব পড়ে। এর আগে এই ধরনের বেশ কিছু মাছ নিয়ে আলোচনা করা হয়েছে। এবারে দেখা যাক, গুরজালি মাছের বিষয়টি। 

একেবারে প্রথম সারির জনপ্রিয় না হলেও, বাজারে এই মাছের চাহিদাও নেহাত কম নয়। অনেকেই সুস্বাদু মাছটি নিয়মিত খান। কিন্তু তারা হয়তো অনেকেই জানেন না, এই মাছ খেলে শরীরে কেমন প্রভাব পড়ে। আজ সেই বিষয়ে আলোচনা করা যাক। 

গুরজালি মাছে রয়েছে উন্নত মানের প্রোটিন। তার সঙ্গে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং বেশ কিছু ভিটামিন।

You might also like!