Health

1 year ago

Hair Treatment : চুলের গোড়া মজবুত করতে কি করবেন দেখে নিন

Hair Treatment
Hair Treatment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চুল সৌন্দর্যের অন্যতম প্রতীক। চুল ভাল রাখতে সপ্তাহে একদিন অবশ্যই হেনা করা উচিত। হেনা করলে চুলে খুশকি হওয়ার আশঙ্কা কমে। সারাদিন রোদে ধুলোয় নষ্ট হয়ে যেতে পারে চুল। তাই চুল সুন্দর ও মজবুত করতে মাঝে মাঝে হেনা করা উচিত 


• চুলের দরকার প্রয়োজনীয় পুষ্টি। আর তাই শ্যাম্পু, সিরামের পরিবর্তে হেনা বেশি ভালো কাজ করে। সপ্তাহে একদিন হেনা করলে চুলে পুষ্টি ফিরে আসবে। চুল ভিতর থেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। 


• মাথায় খুশকি হলে চুল পড়ে যায়। তাই চুল পড়ার সমস্যা দূর করতে খুশকি কমানো প্রয়োজন। এর জন্য অনেকেই ‘অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু’ ব্যবহার করে থাকেন। কিন্তু তাতেও খুশকি কমে না। এক্ষেত্রে অন্যতম একটি সমাধান হল হেনা। 


• কোনো না কোনো কাজে প্রতিদিনই বাড়ি থেকে বের হতে হয়। রাস্তার ধুলো চুল রুক্ষ করে দেয়। চুল কোমল মসৃণ করতে হেনা বিশেষ ভূমিকা রাখে। চুল সুন্দর ও কোমল রাখতে সপ্তাহে একদিন হেনা অবশ্যই করা উচিত। 

You might also like!