Health

1 year ago

Bitter Gourd : গরমে উচ্ছে পাতে রাখা অতি আবশ্যিক! তবে উচ্ছের সাথে এই ধরনের খাবারগুলি এড়িয়ে চলুন

Bitter gourd
Bitter gourd

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শুধু তো গরম বলে নয়, সারা বছর সুস্থ থাকতে উচ্ছে খাওয়ার কথা বলেন পুষ্টিবিদরা। বিশেষ করে ডায়াবিটিস থাকলে এই সব্জি রোজের পাতে রাখার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। ভিটামিন সি, জ়িঙ্ক, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ়ের মতো উপকারী উপাদান-সমৃদ্ধ এই সব্জি হাড়ের যত্ন নেওয়া থেকে শুরু করে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো— সবেতেই উচ্ছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গরমে প্রতিদিন পাতে উচ্ছে রাখবেন, তবে উচ্ছের সাথে এই কিছু খাবার খেলে হতে পারে চরম সমস্যা। 

উচ্ছের সাথে এই খাবারগুলি এরিয়ে চলুনঃ 

দুধঃ 

উচ্ছে খাওয়ার আগে ও পরে সঙ্গে সঙ্গে দুধ খাবেন না। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা জন্ম নিতে পারে।  

আমঃ 

গরমের দিনে শেষ পাতে আম থাকবেই। সে ক্ষেত্রে প্রথম পাতে উচ্ছে রাখলে চলবে না। আম এবং উচ্ছে দু’টি খাবার ভুলেও একসঙ্গে খাবেন না। আম এবং উচ্ছে দু’টো আলাদা আলাদা করে উপকারী হলেও, একসঙ্গে মোটেই ভাল না। হজমজনিত নানা সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়াও অম্বলের সমস্যাও হতে পারে।  

মুলোঃ 

উচ্ছের সাথে মুলো এড়িয়ে চলুন। উচ্ছে খাওয়ার পর পরই মুলো খাবেন না। এর ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। উচ্ছের সঙ্গে মুলো খাওয়ার অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়। একটার পর অন্যটা খেলে গ্যাস, অম্বল, বুক জ্বালার মতো অসুস্থতা দেখা দিতে পারে। 

You might also like!