Health

1 year ago

Kanpur : প্রবল শৈত্যপ্রবাহ! কানপুরে একদিনে মৃত্যু ২৫ জনের, হৃদরোগ ও ব্রেন স্ট্রোক কাড়ল প্রাণ

25 patient died in Kanpur due to cold
25 patient died in Kanpur due to cold

 

কানপুর, ৬ জানুয়ারি : উত্তর প্রদেশে প্রবল শৈত্যপ্রবাহ মারাত্মক ও প্রাণঘাতী হয়ে উঠেছে, শৈত্যপ্রবাহের জেরে হৃদরোগ ও ব্রেন স্ট্রোকে মাত্র একদিনে উত্তর প্রদেশের কানপুরে মৃত্যু হয়েছে ২৫ জনের। বৃহস্পতিবার সারাদিনে ২৫ জনের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশে।

চিকিৎসা শুরু হওয়ার আগেই ১৭ জনের মৃত্যু হয়েছে। কার্ডিওলজি ইনস্টিটিউটের কন্ট্রোল রুম সূত্রের খবর, বৃহস্পতিবার সারাদিনে ৭২৩ জন হার্টের রোগী জরুরি বিভাগ ও ওপিডিতে এসেছিলেন। তাঁদের মধ্যে ৪১ জনের শারীরিক অবস্থা ছিল সঙ্কটজনক। সকলকে ভর্তি করা হয়েছে। এছাড়াও ১৫ জনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।

কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর অধ্যাপক বিনয় কৃষ্ণ বলেছেন, এই আবহাওয়ায় রোগীদের ঠান্ডা থেকে রক্ষা করা উচিত। লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (কেজিএমইউ) একজন ফ্যাকাল্টি মেম্বার বলেছেন, "এই ঠান্ডা আবহাওয়ায় হার্ট অ্যাটাক শুধুমাত্র বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের কাছে এমন ঘটনা রয়েছে যখন কিশোর-কিশোরীরাও হার্ট অ্যাটাকের শিকার হয়েছে। বয়স নির্বিশেষে প্রত্যেকেরই উচিত উষ্ণ এবং যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকুন।"

You might also like!