Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

6 days ago

Virat Kohli in 2026: ২০২৬ সালে কোহলির সামনে যেসব মাইলফলক রয়েছে

Virat Kohli
Virat Kohli

 

কলকাতা, ৩ জানুয়ারি :২০২৫ সালটা দুর্দান্তভাবে কাটিয়েছেন বিরাট কোহলি। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি পেয়েছেন দলীয় সফলতাও। ২০২৬ সালটা কোহলির জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই বছর কোহলির সামনে আছে তিনটি রেকর্ড ভাঙার হাতছানি।

আইপিএলে ৯ হাজার রানের মাইলফলক: আসন্ন আইপিএলে আর মাত্র ৩৩৯ রান করলেই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। এখনও পর্যন্ত ২৫৯ ইনিংসে তার রান ৮৬৬১, যা আইপিএলের সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান ৭০৪৬ (২৬৭ ইনিংস)। পুরো আইপিএল কেরিয়ারজুড়ে কোহলি খেলেছেন একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই।

ওয়ানডেতে ১৫ হাজারের মাইলফলক স্পর্শ: ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে কোহলির সামনে। টেন্ডুলকার ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান করে এখনও একমাত্র ব্যাটার, যিনি এই মাইলফলক অতিক্রম করেছেন। কোহলি বর্তমানে ২৯৬ ইনিংসে ১৪,৫৫৭ রান নিয়ে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তিনি । এই কীর্তি গড়তে তার দরকার আর মাত্র ৪৪৩ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সম্ভাবনা: এই জানুয়ারিতে নিউ জিল্যান্ড আসছে ভারত সফরে। নিউ জিল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম ম্যাচেই আরেকটি ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করতে পারেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ৬২৩ ইনিংসে তার মোট রান ২৭,৯৭৫। মাত্র ৪২ রান করলেই তিনি কুমার সাঙ্গাকারার ২৮,০১৬ রানের রেকর্ড পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠবেন।

You might also like!