Game

2 weeks ago

Mitchell Starc : তিনবার টেস্টের প্রথম বলে উইকেট পেলেন স্টার্ক, বসলেন কলিন্সের পাশে

Mitchell Starc
Mitchell Starc

 

অ্যাডিলেড, ৭ ডিসেম্বর  : অ্যাডিলেডে শুক্রবার দিন-রাতের টেস্টে প্রথম বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জয়সওয়ালকে ফেরান স্টার্ক। এই নিয়ে তিনবার টেস্টের প্রথম বলে উইকেট পেলেন তিনি। দুই দশক আগে টেস্ট ইতিহাসে এই নজির ছিল ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার পেদ্রো কলিন্সএরও।


অবাক করা ব্যাপার তিনবার প্রথম বলে আউট হওয়ার এই তেতো স্বাদ পেয়েছেন ব্যাটিং কিংবদন্তি সুনিল গাভাস্কারও।স্টার্ক টেস্টের প্রথম বলে উইকেটের স্বাদ প্রথমবার পান ২০১৬ সালে, গল টেস্টে আউট করেছিলেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ কারুনারাত্নেকে। এরপর


২০২১ সালে অ্যাশেজের ব্রিজবেন টেস্টের প্রথম বলে স্টার্ক বোল্ড করেন ররি বার্নসকে।

You might also like!