মায়ামি, ৬ ডিসেম্বর : আমেরিকা মায়ামিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ড্র। ৩২টি দল আটটি গ্রুপে খেলবে। যেখানে একটি গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও নেইমারের আল হিলাল। মেসির দল ইন্টার মায়ামি পড়েছে কঠিন গ্রুপে। তাঁদের গ্রুপে রয়েছে ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি।
ক্লাব বিশ্বকাপের ড্রয়ের পর ৮ গ্রুপ
আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই।
গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।
গ্রুপ বি: পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।
গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।
গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।