Game

1 month ago

La Liga: রিয়াল মাদ্রিদের দাপুটে জয় লেগানেসের বিরুদ্ধে

Real Madrid
Real Madrid

 

মাদ্রিদ, ২৫ নভেম্বর : রিয়াল লেগানেসের বিপক্ষে দাপুটে জয় পেল। রবিবার রাতে এস্তাদিও মিউনিসিপ্যাল ডি বুটার্কে স্বাগতিকদের ৩-০ গোলে হারাল রিয়াল। গোলগুলি করেছেন এমবাপ্পে, ভালভার্দে এবং বেলিংহ্যাম।

ম্যাচের শুরু থেকেই আক্রমনে গেছে রিয়াল। প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে দেন এমবাপে। চার ম্যাচের গোল-খরা কাটিয়ে গোল করেন কিলিয়ান এমবাপে। বিরতির পর গোল দুটি করেন ফেদে ভালভের্দে ও জুড বেলিংহ্যাম।

লেগানেসকে উড়িয়ে লা লিগার টেবিলে দুইয়ে ফিরল বার্সেলোনা। সেই সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল। ১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৩০। এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আতলেতিকো মাদ্রিদ। আর ১৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে লেগানেস।

You might also like!