মিউনিখ, ৫ জুন : মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে সেমি-ফাইনালে জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভিরৎজ জার্মানদের এগিয়ে নেওয়ার পর ৫ মিনিটের মধ্যে দুই গোল করে পর্তুগাল। গোল দুটি করেন রোনাল্ডো ও কনসেইকাও। বদলি নেমে ম্যাচ-সেরার পুরস্কারও জিতলেন ২২ বছর বয়সী উইঙ্গার কনসেইকাও! প্রায় ২৫ বছর পর জার্মানিকে হারাতে পারল পর্তুগাল। এর আগে সবশেষ জিতেছিল ২০০০ সালের ২০ জুন, ইউরোর গ্রুপ পর্বে ৩-০ গোলে। ৪ দিন আগে এই মাঠেই ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাওয়া ৪ জন আছেন এই পর্তুগাল দলে। একই মাঠে আগামী রবিবার জাতীয় দলের জার্সিতে শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে বৃহস্পতিবার আরেক সেমি-ফাইনালে ফ্রান্স ও স্পেনের মধ্যে জয়ী দল।