Game

7 months ago

Khel Mahakumbh:বাঁকুড়া সাংসদীয় ক্ষেত্রে ফুটবল মহাকুম্ভের আয়োজন

Khel Mahakumbh
Khel Mahakumbh

 

বাঁকুড়া  : যুব সমাজে প্রকৃত খেলার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাঁকুড়া সাংসদীয় ক্ষেত্র জুড়ে আয়োজন করা হয়েছে ফুটবল মহাকুম্ভের। এইখবর জানিয়ে বাঁকুড়া লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, এই খেলা ঘিরে ইতিমধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে।১২০টি অঞ্চলে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিন এই প্রতিযোগিতা চলবে।

অঞ্চলের বিজয়ী দলগুলি ব্লক স্তরে প্রতিযোগিতায় অংশ নেবে।মোট১৯টি ব্লকে এই প্রতিযোগিতা হবে। ব্লকে বিজয়ীরা সংসদীয় স্তরে অর্থাৎ মূল প্রতিযোগিতায় অংশ নেবে।তিনি বলেন ইতিমধ্যে বেশ কিছু দল অংশগ্রহণের আবেদন করেছেন।আগামী কয়েকদিনে আরোও দল আবেদন পত্র জমা দেবেন‌। এদিকে এই প্রতিযোগিতার প্রচার করতে গতকাল সকালেই বাঁকুড়া খ্রীষ্টান কলেজ মাঠে জার্সি গায়ে খেলার বুট পায়ে হাজির হন।মাঠে অনুশীলন রত খেলোয়াড়দের সাথে তিনি ও নেমে পড়েন।

এদিকে সাংসদের এই নয়া কৌশলকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, তৃণমূলের ইস্যু কে ধার করে বিজেপি।এক্ষেত্রেও তাই।তবে বাঁকুড়ার মাটি খুব শক্ত, পড়ে গিয়ে পা ভাঙতে পারে।

You might also like!