Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Game

2 months ago

Messi Returns to Argentina Squad: বিশ্বকাপ বাছাই পর্ব,আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

Messi Returns to Argentina Squad for Crucial World Cup Qualifiers
Messi Returns to Argentina Squad for Crucial World Cup Qualifiers

 

বুয়েনোস আইরেস, ১৬মে : বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়া মুখোমুখি হবে আর্জেন্টিনার। এরই মধ্যে মূল পর্বের টিকেট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চের উইন্ডোতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। চোটের কারণে মার্চের দলেও ছিলেন না এই ফরোয়ার্ড। আগামী ৫ জুন চিলির মাঠে খেলার পর ১০ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।

১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলম্বিয়া। ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সবার নিচে চিলি। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

আর্জেন্টিনার প্রাথমিক দল :

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি , ওয়াল্তার বেনিতেস।

ডিফেন্ডার:

নাহুয়েল মোলিনা , হুয়ান ফইথ, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বেলার্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো , ভালেন্তিন বার্ক।

মিডফিল্ডার:

আলেক্সিস মাক আলিস্তের, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিনগেস, এসেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, তিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এন্সো ফের্নান্দেস, নিকোলাস পাস।

ফরোয়ার্ড:

লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, ভালেন্তিন কাস্তেয়ানোস, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমেওনে, আনহেল কোররেয়া।

You might also like!