Game

1 month ago

Rahul KP joins West Ham United: ভারতীয় ফুটবলার রাহুল কেপি ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে যোগ দিলেন

Indian footballer Rahul KP
Indian footballer Rahul KP

 

ওয়েস্ট হ্যাম, ২৪ মে : ওয়েস্ট হ্যাম ইউনাইটেড শুক্রবার ভারতীয় উইঙ্গার রাহুল কেপি-র সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা করেছে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন সেভেন-এ-সাইড ফুটবল টুর্নামেন্টে প্রিমিয়ার লিগ ক্লাবের প্রতিনিধিত্ব করবেন। রাহুল দ্য সকার টুর্নামেন্টে (টিএসটি) অংশগ্রহণকারী প্রথম ভারতীয়। ২৫ বছর বয়সী এই খেলোয়াড় ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা এফসির হয়ে খেলেন এবং ব্লু টাইগার্সের প্রতিনিধিত্ব করে ৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। লন্ডন ক্লাবের শেয়ার করা একটি ভিডিওতে রাহুল কেপি বলেন, “এই গ্রীষ্মে টিএসটিতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলতে পেরে আমি উত্তেজিত।”

টিএসটি হল একটি ৭-৭ ফুটবল টুর্নামেন্ট, যার পুরস্কার মূল্য ১ মিলিয়ন ডলার। ২০২৫ সালের সংস্করণে ১২টি গ্রুপে ৪৮টি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে এএফসি বোর্নমাউথ, ভিলারিয়াল সিএফ, বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাটলেটিকো ডি মাদ্রিদের মতো ক্লাবগুলি অংশগ্রহণ করবে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড তাদের মধ্যে রয়েছে। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টটি উত্তর ক্যারোলিনার ক্যারিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম সংস্করণটি হয়েছিল ২০২৩ সালে।


You might also like!