Game

6 months ago

T20 World Cup New Rules by ICC: টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত আইসিসির

T20 World Cup New Rules by ICC (File Picture)
T20 World Cup New Rules by ICC (File Picture)

 

দুবাই, ১৬ মার্চ: আগামী জুনে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরকে ঘিরে নতুন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শুক্রবার (১৫ মার্চ) রাতে দুবাইতে বোর্ড-এর এক বৈঠকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন নিয়ম তুলে ধরেছে আইসিসি।

নতুন নিয়মগুলি কি কি:

আইসিসির আগের নিয়ম ছিল বৃষ্টি বিঘ্নিত নক আউট পর্বের ম্যাচে ফল নির্ধারণে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ৫ ওভারের খেলা সম্পন্ন হওয়া লাগতো। কিন্তু নতুন নিয়মে নক আউট পর্বের ম্যাচ দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ১০ ওভার খেলা হতে হবে। আর বৃষ্টির কারণে বিঘ্নিত গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বের খেলা সমপন্ন হবে আগের নিয়মেই।

এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার ব্যবস্থা থাকবে।

আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল সুযোগ পাবে। আয়োজক ভারত ও শ্রীলঙ্কাসহ ১২টি দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। ১২ দলের মধ্যে ২০২৪ বিশ্বকাপের সেরা ৮ দল আর বাকি দলগুলো সুযোগ পাবে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আইসিসির র‌্যাঙ্কিং বিচারে। অন্যদিকে বাকি ৮ দলকে নেওয়া হবে বাছাইপর্ব থেকে।


You might also like!