Game

7 months ago

Bayern Pell: মাইন্সের বিপক্ষে বায়ার্ন পেল বিশাল ব্যবধানের জয়, হ্যাট্রিক করে রেকর্ড করলেন হ্যারি কেইন

Harry Kane scores a hat-trick as Bayern win by a huge margin against Mainz
Harry Kane scores a hat-trick as Bayern win by a huge margin against Mainz

 

মিউনিখ, ১০ মার্চ: বুন্ডেসলিগার ম্যাচে মাইন্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে শনিবার সন্ধ্যায় আরও একটি হ্যাটট্রিক উপহারদিলেন হ্যারি কেইন। সেইসঙ্গে গড়লেন দারুণ সব কীর্তি, এবং নাম লেখালেন রেকর্ডে। এরফলে মাইন্সের বিপক্ষে বায়ার্ন মিউনিখ পেল বিশাল ব্যবধানের জয়।এই মরসুমের দলের সময়টা তেমন ভালো যাচ্ছে না, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ উজ্জ্বল কেইন। জার্মানির শীর্ষ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেক মরসুমে তিনি ৮ ম্যাচে অন্তত ২টি করে গোল করলেন। আর সেইসঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির অভিষেক আসরে ৪টি হ্যাটট্রিকও করলেন তিনি। এখানেই শেষ নয়, করলেন আরও একটি রেকর্ড। চলতি আসরে ২৫ ম্যাচে গোল করলেন ৩০টি, স্পর্শ করলেন বুন্ডেসলিগায় অভিষেক মরসুমে জার্মান গ্রেট উয়ি সিলারের ৩০ গোলের অসামান্য কীর্তি। আর বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে কেইনের গোল হল ৩৬টি। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লাৎসিওর বিপক্ষে জোড়া গোল করেন কেইন। ম্যাচটি ৩-০ গোলে জিতে প্রথম লেগের ব্যবধান ঘুচিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্ডেসলিগার এই ম্যাচটিতে ৮-১ গোলে জিতেছে স্বাগতিকরা। বায়ার্নের এই গোল উৎসবে দুবার জালে বল পাঠিয়েছেন লেয়ন গোরেটস্কা। আর একটি করে গোল করেছেন টমাস মুলার, জামাল মুসিয়ালা ও সের্গে জিনাব্রি। দুর্দান্ত এই জয়ে শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের সঙ্গে ব্যবধান কমিয়েছে গত ১১ বারের লিগ চ্যাম্পিয়নরা। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট হলে ৫৭। আর এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে চূড়ায় লেভারকুজেন।

You might also like!