Game

1 day ago

Sunil Gavaskar: কন্ডিশনের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে এগিয়ে রাখছেন গাভাস্কার

Sunil Gavaskar
Sunil Gavaskar

 

মুম্বই, ২০ জানুয়ারি : ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক পাকিস্তান। ভারত সেখানে না যাওয়ার জন্য কিছু কিছু ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে ফেভারিট ভাবছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।

গাভাস্কার বলেন , নিজেদের দেশ তো আছেই, সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানের কাছে খুব পরিচিত। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের গাড়িতে হামলার পর ৬ বছর আর কোনও দেশ পাকিস্তানে খেলতে যায়নি, আর এই সময়টায় হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করেছে পিসিবি। এর জন্য আরব আমিরাতের কন্ডিশনও পাকিস্তানের ভালো করে জানা। তাই গাভাস্কার মনে করছেন ফেবারিটের ট্যাগ পাকিস্তানকে দেওয়া উচিত। কারণ হোম টিমকে হারানো সহজ কাজ নয়।

You might also like!