Game

2 weeks ago

Enderik: রেকর্ডবুকে ফুটবলের রাজা পেলের সঙ্গী হলেন 'বিস্ময়বালক' এন্দরিক

Football king Pele's companion in the record books is the 'wonder boy' Enderik
Football king Pele's companion in the record books is the 'wonder boy' Enderik

 

নিউইয়র্ক, ১০ জুন : আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। তার আগে নিজেদের তৈরি রাখতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। রবিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ব্রাজিলকে ৩-২ গোলের জয় এনে দিয়েছেন ১৭ বছর বয়সী স্ট্রাইকার এন্দরিক।

আর এই গোল করে পেলের একটি রেকর্ড ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার অপেক্ষায় থাকা এন্দরিক। বয়স ১৮ হওয়ার আগেই টানা তিন আন্তর্জাতিক ম্যাচে গোল করা দ্বিতীয় খেলোয়াড় হলেন এন্দরিক। ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ম্যাচেও গোল করেছিলেন তিনি।


You might also like!