Country

1 week ago

BJP protest in delhi :জল সঙ্কট ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ অব্যাহত বিজেপির, উঠল কেজরির ইস্তফার দাবি

BJP protest in delhi
BJP protest in delhi

 

নয়াদিল্লি, ১৯ জুন : জলের সঙ্কটে দিল্লির সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ। আর এই অবস্থায় জল সঙ্কট ইস্যুতে দিল্লি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার দাবি জানাল বিজেপি। বুধবার সকালে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল দিল্লিতে জল সঙ্কট ইস্যুতে আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দেন। নিশানা করেন কেজরিওয়ালকে।

প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, "সমগ্র দিল্লি তীব্র জল সঙ্কটের মুখোমুখি। আমি আগেই বলেছি, এই জলের সঙ্কট নতুন কিছু নয়। গত ১০ বছর ধরে প্রতি বছর গ্রীষ্মের মরসুমে দিল্লি জলের সঙ্কটের সম্মুখীন হয়। আমি কেজরিওয়াল সরকারের কাছে জানতে চাই, গত ১০ বছরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে, কেজরিওয়াল সরকার এই সমস্যা অথবা অন্য কোনও সমস্যা সমাধানে আগ্রহী নয় এবং কেবল রাজনীতি করতে চায়।"


You might also like!