Game

1 month ago

Lonwabo Tsotsobe: দুর্নীতির মামলা : গ্রেফতার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার লনওয়াবো সতসবে

Lonwabo Tsotsobe
Lonwabo Tsotsobe

 

ডারবান, ৩০ নভেম্বর : দক্ষিণ আফ্রিকার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের প্রাক্তন শীর্ষ বোলার লনওয়াবো সতসবেকে শুক্রবার গ্রেফতার করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।সতসবের সঙ্গে দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল এবং এলি এমবালাতিকেও গ্রেফতার করেছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকার এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ ও ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিং–এর কারণে যে ৭ ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সতসবে, সোলেকিল ও এমবালাতি তাঁদের মধ্যে অন্যতম।এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন।

You might also like!