Game

1 month ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ : লেভানদোভস্কি-ওলমোর গোলে ব্রেস্তকে হারিয়ে বার্সা পেল সহজ জয়

Barcelona vs Brest
Barcelona vs Brest

 

বার্সেলোনা, ২৭ নভেম্বর : ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। রবের্তো লেভানদোভস্কির করেছেন জোড়া গোল, অন্য গোলটি করেছেন দানি ওলমো। ম্যাচে বার্সা ৭৬ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নেয়, এর আটটি ছিল লক্ষ্যে। অন্য দিকে ব্রেস্ত নিতে পারে কেবল দুটি শট, একটিও ছিল না লক্ষ্যে।

৫ ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল বার্সেলোনা। ১৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান থাকলো শীর্ষ স্থানে। লিভারপুল ৪ ম্যাচের ১২ পয়েন্ট নিয়ে আছে তিনে। আর তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে উঠে এসেছে আর্সেনাল। গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে আছে স্পোর্টিং ও ব্রেস্ত।

You might also like!